সন্দেশ ইহা একটি মিষ্টান্ন। খাইতে বড়ই স্বাদের। বিভিন্ন ধরণের সন্দেশের স্বাদ বিভিন্ন প্রকার হয়ে থাকে। আবার একই জাতের সন্দেশের স্বাদ দোকানভেদে ভিন্ন হয়ে থাকে। আবার বিভিন্ন দোকানের সন্দেশ স্বাদ গ্রন্থিতে ভিন্ন দ্যোতনা সৃষ্টি করিয়া থাকে।
স্বাদযুক্ত বিক্ষ্যাত সন্দেশ :-
বাংলাদেশের মধ্যে স্বাদের দিক থেকে একমাত্র সাতক্ষীরার সন্দেশ ই সবথেকে বিখ্যাত।
প্রয়োজনীয়তাঃ-
রসনা তৃপ্তির উদ্দেশ্যে আমরা সন্দেশ খেয়ে থাকি। শারীরিক ও মানসিক পুস্টি সাধনেও সন্দেশের প্রয়োজনীয়তা অসীম।
উপকারিতাঃ-
ইহার উপকারিতা নানাবিধ। বিভিন্ন স্বাদযুক্ত সন্দেশ রসনায় বিভিন্নতার জন্য উপকারী। মুখে রুচিবোধ ফিরিয়ে আনাও ইহার অন্যতম উপকারী বৈশিষ্ট্য। বিভিন্ন দোকানে সন্দেশ খাইতে গেলে বিভিন্ন রকম সন্দেশও পাওয়া যায়। যাহা জীবন ধারণের জন্য অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করিয়া থাকে।
সাতক্ষীরার সন্দেশ খাওয়ার জন্য এখন আর সাতক্ষীরায় যাওয়ার প্রয়োজন নেই।
ঘরে বসে অর্ডার করলেই সরাসরী সাতক্ষীরা থেকে পৌচ্ছে যাবে আপনার বাসায়।
সাতক্ষীরার বিখ্যাত সন্দেশের স্বাদ নিতে এখনি অর্ডার করুন: Sweets From Satkhira