Honey

এই গরমে ত্বকের ক্লান্তি দূর করুন মধু ও লেবুর প্যাক দিয়ে

এই গরমে ত্বকের ক্লান্তি দূর করুন মধু ও লেবুর প্যাক দিয়ে

গরমে মধু ও লেবুর প্যাকের উপকারিতা প্রচুর। মাস্ক হিসেবে বা টোনার হিসেবে দুভাবেই ব্যবহার করতে পারেন। কোনও প্যাক লাগানোর পর টোনার হিসেবে লাগাতে পারেন বা এমনিও মুখ পরিষ্কার করে লাগিয়ে নিতে পারেন। রোদে পোড়া ভাব দূর করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সবকিছুতেই ভীষণ ভাল কাজ করে এই প্যাক। কোথাও যাওয়ার আগে হঠাত্ ক্লান্তি দূর করতে বা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে লাগিয়ে নিতে পারেন এই প্যাক।

 

কী কী লাগবে-

মধু-২ টেবিল চামচ

লেবুর রস-২ টেবিল চামচ

কীভাবে লাগাবেন-

মধু ও লেবুর রস মিশিয়ে আধ ঘণ্টা রেখে দিন। জল দিয়ে মুখ পরিষ্কার করে পুরো মুখে লাগান মধু-লেবুর মিশ্রণ। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন।

 

সুন্দরবনের খাটি মধু কিনতে ভিজিট করুন: ‍Pure-Honey

About Author

SatkhiraShop